বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামে লিয়া ট্রাস্ট চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
সোমবার (৯ সেপ্টেম্বর) পৌরশহরের কারিকোনা গ্রামস্থ আখলিছ আলীর বাসভবনে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
কারিকোনা গ্রামের মুরব্বী শুকুর আলীর সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুহেল আহমদ চৌধুরী বলেন, প্রবাসীরা সবসময় অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। দুর্যোগ-দূর্বিপাকের সময় তাদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে অসহায় মানুষকে সহায়তা করেন। এর ফলে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণ হয়। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীরা ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত রাখবেন।
আরও পড়ুন :: বিশ্বনাথ প্রেসক্লাবে সমাজসেবী ছইল মিয়া’র ৫০ হাজার টাকা অনুদান, কৃতজ্ঞতা প্রকাশ
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সমাজকর্মী খোয়াজ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সমাজকর্মী শফিক মিয়া, আখলিছ আলী, ইলিয়াছ আলী এবং মাওলানা লুৎফুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিরা দেড় শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।