Search
Close this search box.

১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সতর্কবার্তা

১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি সংগৃহীত
১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪:: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, তাদের আশা নেই যে কোনো ব্যাংক দেউলিয়া হবে। তবে অন্তত ১০টি ব্যাংকের অবস্থা এমন যে, তারা দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে এসেছে। সরকার তাদের টিকিয়ে রাখার চেষ্টা করছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় গভর্নর এই তথ্য দেন।

তিনি আরও বলেন, অনেক ব্যাংকের অবস্থা খুবই খারাপ। প্রায় ১০টি ব্যাংকের অবস্থা সংকটাপন্ন। তবুও সরকার সেগুলো বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যদিও তিনি এই ১০টি ব্যাংকের নাম প্রকাশ করেননি।

গভর্নর গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, ব্যাংক খাতের সংকট সত্ত্বেও গ্রাহকদের অর্থ সুরক্ষিত থাকবে। এজন্য আমানতের বীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। এর মাধ্যমে ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ রক্ষা করা হবে। বিশ্বের কোনো দেশেই ব্যাংকের আমানতের ১০০ শতাংশ গ্যারান্টি দেওয়া হয় না, আর আমরা ৯৫ শতাংশ নিরাপত্তা দিচ্ছি।

আরও :: স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে থেমো না, ছাত্রদেরকে বললেন ড. ইউনূস

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেনি, সেটা এস আলমের বা সালমান এফ রহমানের যেই হোক। 

গভর্নর সতর্ক করেন, যদি কেউ এস আলমের সম্পত্তি কেনেন, সেটা তার নিজের দায়িত্বে করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো দায়িত্ব নেবে না।

তিনি উল্লেখ করেন, ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়া ৭০ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ৩০ হাজার কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪