বিশ্বনাথ নিউজ২৪:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘ছাত্র-জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এই পথ থেকে সরে যেয়ো না।’ তিনি এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদেরকে অবিচলভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রোববার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন :: জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম বিষয়ক উপদেষ্টা
সভায় প্রধান উপদেষ্টা আন্দোলনে শহীদ ও আহত ছাত্রদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই সময় হতাহতদের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস। তাকে কাঁদতেও দেখা যায়।
গত ১৫ বছরের অপশাসনের কথা স্মরণ করিয়ে ড. ইউনূস শিক্ষার্থীদের বলেন, ‘এতদিন তারা নিশ্চিন্তে লুটপাট চালিয়েছে। কিন্তু এখন তারা বসে থাকবে না, আবার তোমাদের দুঃস্বপ্নে ফেরানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে। কাজেই, যে কাজ শুরু করেছ, তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সরে যেয়ো না।’