Search
Close this search box.

আনসার সদস্যদের হামলায় আহত সমন্বয়ক হাসনাত হাসপাতালে ভর্তি

আনসার সদস্যদের হামলায় আহত সমন্বয়ক
আহত সমন্বয়ক হাসনাত । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছন সচিবালয়ে অবস্থান করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

জানা গেছে, আনসার বাহিনীর বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটক করে এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ এক ভিডিও বার্তায়।

এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান, যার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোতে গেলে আনসার সদস্যরা তাদের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর কালবেলা

আরও পড়ুন :: ছাত্র-জনতার প্রতিরোধে পিছু হটল আনসার সদস্যরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আনুমানিক ৩০ জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত অবস্থায় হাসপাতালে এসেছেন, যাদের বেশির ভাগেরই মাথায় আঘাত লেগেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত