Search
Close this search box.

ছাত্র-জনতার প্রতিরোধে পিছু হটল আনসার সদস্যরা

পিছু হটল আনসার সদস্যরা
সচিবালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক: রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে, যা পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরিণত হয়। একপর্যায়ে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়ে যায় আনসার সদস্যরা।

চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ সচিবালয় ঘিরে অবস্থান করছিলেন আনসার সদস্যরা। রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে পোস্ট করেন যে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আটকে রয়েছেন। এরপর ছাত্র জনতা তাদের উদ্ধারে সচিবালয়ের দিকে রওনা হয়।

আরও পড়ুন :: বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হ’ত্যা মা’ম’লা

এসময় সচিবালয়ের সামনে আনসার সদস্যরা ছাত্র জনতাকে ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠিপেটা করে। প্রতিরোধের মুখে ছাত্র জনতা ইট-পাটকেল নিক্ষেপ করে আনসারদের প্রতিহত করে। একপর্যায়ে হাজার হাজার ছাত্র জনতা পল্টন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং গুলিস্তান থেকে এসে সচিবালয় ঘিরে ফেলে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং আনসার সদস্যরা পালাতে বাধ্য হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত