যুক্তরাজ্যের ওল্ডহামে ‘মাতৃভাষা দিবস’ পালনের লক্ষে কমিটি গঠন

Ayas-ali-Advertise
যুক্তরাজ্যের ওল্ডহামে
যুক্তরাজ্যের ওল্ডহামে
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নি্উজ২৪:: যুক্তরাজ্যের ওল্ডহামে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালনের লক্ষে দাদু ভাই ছইল মিয়াকে আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) ওল্ডহামের মিলেনিয়াম সেন্টারে কাউন্সিলর আব্দুল মালিকের সভাপতিত্বে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটির দায়িযত্বপ্রাপ্তরা হলেন- আহবায়ক দাদু ভাই ছইল মিয়া, সদস্য মইনুল ইসলাম হিরা, শফিক মিয়া, মদরিছ আলী, শানুর আলী, শাহ তাজুল ইসলাম, দিলোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, আবুল কালাম শাহ, কামরুল ইসলাম, আজিজুর রহমান দারা, মুফাজ্জিল খান, আফতাব মিয়া কাহার, সাদিকুর রহমান, মতিউর রহমান চৌধুরী, হাবিবুর রহমান লায়েছ, শামীম কবির, নুরুল ইসলাম সোহাগ, কামাল খান, লিয়াকত আলী, হাজী তৈয়ব আলী, মিয়া আমির হোসেন মজনু, ফারুক আহমেদ, নুরুজ্জামান, ছোরাব আলী শামীম, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ তোফায়েল আহমেদ, সৈয়দ সাদেক আহমেদ, আব্দুল মুমিন, শাহ হুশিয়ার উল্ল্যাহ, আনোয়ারুল ইসলাম, মশাহিদ আলী, দুলাল মিয়া, মশরফ আলী, শাহ আলী হায়দার, আজিজুর রহমান রুমেল, আমিন রহমান, তাজ উদ্দিন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪