নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ পৌরসভার অলংকারী গ্রামের বড়বাড়িতে সফাত উল্লাহ ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে এলাকার প্রায় তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়।
অলংকারী জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুফিনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছাদিকুর রহমান।
ধারাভাষ্যকার এ কে এম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ তুহিন মিয়া। অনুষ্ঠান শেষে মরহুম সফাত উল্লাহসহ অলংকারী গ্রামের বড়বাড়ীর সকল মুর্দেগানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অলংকারী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী। আরও বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য ছোয়াব আলী, লিটন মিয়া ও রাসেল মিয়া।
উপস্থিত ছিলেন অলংকারী গ্রামের মুরব্বি হাজী খোরশেদ আলী, হাজী আব্দুল খালিক, আইয়ুব আলী, আক্তার হোসেন, ফজলু মিয়া, ফজলুল হক সেলিম, সংগঠক লিপন মিয়া, পংকি মিয়া, মুহি উদ্দিন, রানা মিয়া, মোক্তার মিয়া প্রমুখ।