Search
Close this search box.

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শোধিতে হইবে ঋণ : তাহসিনা রুশদীর

তাহসিনা রুশদীর
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘দেশে একটি অলিখিত দুর্ভিক্ষ চলছে। যে দুর্ভিক্ষের কারণে জনজীবন অতিষ্ঠ। মানুষের কথা বলার অধিকারও নেই। সেই অধিকারটুকুও কেড়ে নিয়েছে গণতন্ত্র হরণকারী এই সরকার। তারা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না। তারা জোর করে ক্ষমতায় বসে আছে। সব সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিতে আক্রান্ত হয়ে দেউলিয়া এখন। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শোধিতে হইবে ঋণ। এবার আমাদের ঋণ শোধের পালা।’

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ আয়োজিত ‘বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী ও তার গাড়ী চালক আনছার আলী গুমের ১১ বছর পূর্ণ হওয়ার প্রতিবাদে এবং বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১০ম আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পৌরসভার বরইগাও গ্রামে আবদুর রহমান খালেদের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বশির আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ আরব খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া, সিলেট জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান নেছার, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, সদস্য আবু তাহের মিছবাহ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ।

শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফেজ মাজেদুল ইসলাম। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন বরইগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আবদুস ছত্তার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান, সহসম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, সহসাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন মামুন, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না শাহীন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল মান্নান রিপন, পৌর বিএনপির সহসভাপতি ফারুক আহমদ, নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাশ, বিএনপি নেতা খায়রুল আমিন আজাদ, কাওছার আহমদ তুলাই, শহীদ আহমদ, বদরুল আহমদ বাপ্পী, জেলা মহিলা দল নেত্রী নাজমা বেগম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, আবদুল লতিফ, সাইদুর রহমান রাজু, সুলতান খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, সদস্য সচিব শাহজাহান আলী,

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তার আহমদ, সদস্য সুলতান আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল আহমদ, দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক কাইয়ুম আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী, লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসলাম উদ্দিন, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত