নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথে কিউরিয়াস ফর ট্যালেন্টের বিশ্বনাথ উপজেলা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন (বিতর্ক প্রতিযোগিতা) এর সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সেমিফাইনালে চানভরাং উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং কালী মঙ্গল কনটিবিউটেড একাডেমিকে পরাজিত করে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় ফাইনালে উন্নিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রনে সরকারের ভুমিকাই প্রধান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর পারপরমেন্স মুগ্ধ হন হলভর্তি সুধীবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং একই বিদ্যালয়ের ফাহাদ আহমদ সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি ও উত্তর বিশ্বনাথ আলী আমজদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। সঞ্চালনায় ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী। বিচারকের দায়িত্বে ছিলেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বুরুঙ্গা ইকবাল আহমদ কলেজের প্রভাষক শহিদুল ইসলাম ও নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ।
বিতর্ক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র উপদেষ্টা বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপদেষ্টা সাইদুর রহমান সাঈদ, সহসভাপতি ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন মামুন, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক খালেদ উদ্দীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, শিক্ষানুরাগী শহিদুল ইসলাম, কিউরিয়াস ফর ট্যালেন্টের সদস্য সদস্য সমীর কান্তি দে, আনহার আলী।
এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, আহমদ আলী হিরণ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল, শিক্ষানুরাগী সফিক আহমদ পিয়ার, নাঈম আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী মজনুর পৃষ্ঠপোষকতায় ‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনে রেখে বিশ্বনাথ উপজেলার শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে প্রথমবারের মতো মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট বিশ্বনাথ উপজেলা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন শুরু হয়। গত ১৯ জানুয়ারি প্রতিযোগিতার ১ম রাউন্ডে উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।