বিশ্বনাথনিউজ২৪ : ইসলামী ব্যাংক বালাদেশ লিমিটেড কর্তৃক ঋণ খেরাপির অভিযোগে দায়েরকৃত মামলায় বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারের রহমান ইলেক্ট্রনিক্স এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী ময়নুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
ময়নুর রহমানের বিরুদ্ধে প্রায় ৯০ লক্ষ টাকা ঋণ খেলাপির অভিযোগে ৬টি মামলা দায়ের করে ইসলামী ব্যাংক বালাদেশ লিমিটেড বিশ্বনাথ শাখা। এর মধ্যে একটি মামলায় (বিশ্বনাথ সিআর-৪৮/২০২২) তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত ময়নুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এসআই মামুনুর রশিদ।