বিশ্বনাথনিউজ২৪ : বিশ্বনাথে মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ৬ প্রবাসীকে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেংব্রুয়ারি) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুহেল রানা।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাতার প্রবাসী নূরুল ইসলাম, সমাজসেবক আব্দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওলিউল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সফিক, আব্দুল হক, পর্তুগাল প্রবাসী আব্দুল জলিল, আরব আমিরাত প্রবাসী আব্দুল তছির ভুঁইয়া, অভিভাবক সদস্য ইছবর আলী, উছমান খান, মালুক মিয়া, আব্দুল বসির, আব্দুল মন্নান, লালন খান, নূরুল আমিন, বসির মিয়া, শিক্ষক রত্না রানী পাল, শিউলী চক্রবর্তী, ফারজানা সুলতানা রানু প্রমুখ।