বিশ্বনাথনিউজ২৪ :: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সনজিত দেব পান্না ও লক্ষি রাণী দেব দম্পতির ছোট ছেলে মিল্টন দেব প্রতিক। সে উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।
মেধাবী শিক্ষার্থী মিল্টন দেব প্রতিক জানায়, সে প্রতিদিন প্রায় ৭-৮ঘন্টা পড়ালেখা করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। পড়ালেখা করে ভবিষৎতে সে একজন আদর্শ ডাক্তার হতে চায়। পড়ালেখার পেছনে বাবা-মা, শিক্ষক ও শিক্ষিকার অবদান রয়েছে বলে জানায় প্রতিক। সে ভবিষৎতে একজন আদর্শ চিকিৎসক হয়ে মানবসেবা করতে চায়। এজন্য সবার দোয়া ও আর্শিবাদ কামনা করেছে প্রতিক।
মিল্টন দেব প্রতিকের বড় ভাই নিক্সন দেব প্রিতম বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত।