নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন ও খাজাঞ্চী-মুফতির বাজার-বাওনপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এরমধ্যে দুপুর ১২টায় কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকাব্বির খান বলেন, ‘একটি শিক্ষিত প্রজন্ম তৈরি করতে হলে তাদেরকে আগে উপযুক্ত পরিবেশ তৈরী করে দিতে হবে। ছেলেমেয়েরা যদি শিক্ষার ভাল পরিবেশ না পায়, শিক্ষকরা যদি তাদেরকে শিক্ষাদানে মনোনিবেশ না করেন, তাহলে শুধু বিল্ডিং নির্মাণ করে শিক্ষার মানোন্নয়ন করা যাবে না।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সংগঠক লায়েক হাসান অভির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলাল উদ্দিন। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, বাংলা প্রভাষক আলতাফুর রহমান, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতুল চন্দ্র তালুকদার, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য পংকজ বিহারী দাশ, সংরক্ষিত সদস্য সোনাবান বিবি, পারভীন বেগম, গ্রামের মুরব্বী ওয়াহাব আলী, আবদুল জলিল মনাই, ওয়াব উল্লাহ, মবশ্বির আলী, তুরন মিয়া, নুর উদ্দিন, আজিজুর রহমান, ইসলাম উদ্দিন, শামীম আহমদ, জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুক মিয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন মিয়া।
পরে দুপুর দেড়টায় খাজাঞ্চী-মুফতির বাজার-বাওনপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোকাব্বির খান। এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।