নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক :কালো হরিণ চোখ’।

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’।

কাজী নজরুল ইসলামের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে।

অদ্ভুত এক মায়াজালে জড়িয়ে পড়েন তিনি। কাজরীও তার প্রতি দুর্বলতা এড়াতে পারে না। কিন্তু নিজেকে কালো বলে খুব অসহায় মনে করে কাজরী। আর নিজের অবস্থান আর জমিদার বাড়ির ছেলের অবস্থানের দূরত্বের কথা ভেবে রুদ্রকে তার কাছ থেকে দূরে থাকতে বলে সে। কিন্তু রুদ্র সেটা মানতে চায় না!

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে ‘কালো হরিণ চোখ’ প্রচার হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪