স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের পর এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা অভিষেক বচ্চন।
সম্প্রতি ঐশ্বরিয়া ব্যক্তি-অধিকার সুরক্ষার দাবিতে আদালতের শরণাপন্ন হন। এবার একই অভিযোগ নিয়ে আদালতে হাজির হয়েছেন অভিষেকও।
অভিনেতার অভিযোগ, তার ছবি নির্বিচারে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ও প্ল্যাটফর্মে। অনেক সময় এসব ছবি ও ভিডিও যৌনতা-সম্পর্কিত বিষয়েও যুক্ত করা হয়, যা তার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। এ কারণে নিজের সুনাম ও অধিকার রক্ষায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
এ বিষয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে আবেদন করেন অভিষেক। আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শুনানির দিন নির্ধারিত হয়েছে।
অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ জানান, কেবল ছবি ও ভিডিও নয়, এমনকি অভিষেকের স্বাক্ষরও অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এতে তার সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ।
অভিষেক বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ চেয়েছেন। তার দাবি, এসব ওয়েবসাইট অভিনেতার মুখ ব্যবহার করে বিভিন্ন পণ্য বিক্রি করছে।
এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চনও প্রায় একই অভিযোগ তুলেছিলেন। তার বক্তব্য, অনলাইনে তার ছবি বিকৃত করে নানা অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। আদালতে সেই অভিযোগের গুরুত্ব অনুধাবন করে বিচারপতি তেজস করিয়া পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
আরোও পড়ুন:: গাছের নিচে শুয়ে থাকা সমু চৌধুরীর ভিডিও ভাইরাল, জানা গেল আসল কারণ।