সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ছড়িয়ে পড়ে নব্বই দর্শকের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী একটি ভিডিও । ভিডিওতে দেখা যায়, অভিনেতা সমু চৌধুরী ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের কাছে একটি বট গাছের নিচে অসুস্থ অবস্থায় বসবাস করছেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে, নেটিজেনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন করতে শুরু করেন ছবিটি কি কোনো নাটকের দৃশ্য নাকি আসলেই সমু চৌধুরী অসুস্থ হয়ে শুয়ে আছেন?
এ খবর দ্রুত অভিনয়শিল্পী সংঘের নজরে আসলে তারা সমু চৌধুরীকে উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করে। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, “এমন খবর শোনার পরপরই আমরা একটি দল পাঠাই। তারা সমু চৌধুরীকে দেখে পাগলা থানার পুলিশ ফোর্সের সহায়তায় তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে।”
তিনি আরও বলেন, “এখন আমরা ঢাকায় একটি বিশেষ টিম পাঠাচ্ছি। তার শারীরিক ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় এনে চিকিৎসা করানো হবে। তার পুরো চিকিৎসার দায়িত্ব আমাদের।”
প্রসঙ্গত, সমু চৌধুরী নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা, যিনি ‘জন্মভূমি’, ‘রঙের মানুষ’, ‘বিবর্ণ প্রজাপতি’, ‘অনেকেই একা’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘দূরের আকাশ’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম গণমাধ্যমে জানান, “আমরা সমু চৌধুরীকে উদ্ধার করার জন্য একটি টিম পাঠিয়েছি। তিনি কিছুটা অসুস্থ। তবে এখন থানায় আছেন। তার পরবর্তী অবস্থা জানিয়ে আমরা আপনাদের জানাব।”