বালাগঞ্জ সংবাদদাতা :: বরেণ্য বুযুর্গ আল্লামা নূরউদ্দিন গহরপুরী (রহ.)’র নামানুসারে মাওলানা মুহিবুর রহমান (রহ.) প্রতিষ্ঠিত বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসায় ৫০বস্তা সিমেন্ট প্রদান করেছেন শহীদ মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, প্রবাসী কমিউনিটি নেতা শহীদ আবুল কালাম সেতু।
রোববার (১৬ জানুয়ারি) সকালে মাদ্রাসায় এ অনুদান হস্তান্তর উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী।
এসময় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, চাম্পারকান্দি আননূর মহিলা মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আবু বকর জাহেদ, শহীদ মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা নিশানুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।