সিলেটের ওসমানীনগরে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বেগমপুর-চাতলপাড় সড়কের পাশে কেশবখালী নদী থেকে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চালকের নাম শিপন আহমদ (২৫)। তিনি ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপাড়) গ্রামের আশরাফ আলীর ছেলে। শিপন আহমদ এক কন্যা সন্তানের জনক।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের তথ্যমতে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে শিপন আহমদ ভাড়ায় চালিত রেজিস্ট্রেশনবিহীন (অনটেস্ট) সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।
রবিবার সকালে স্থানীয়রা ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর-চাতলপাড় সড়কের পাশে কেশবখালী নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) নাইমুল হাসান জানান, শিপন আহমদ সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ভাড়ায় নিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। পরে বেগমপুর-চাতলপাড় সড়কের পাশে কেশবখালী নদীর তীরে তাকে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূইয়া বলেন, ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধারে পুলিশ কাজ করছে। এখনো মামলা দায়ের করা না হলেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরোও পড়ুন:: সিলেটের ইবনে সিনা হাসপাতালকে মোটা অঙ্কের জরিমানা।









