নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

Ayas-ali-Advertise
নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ছবি: সংগৃহীত।
নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

বিভিন্ন আলোচনা, সমালোচনা ও নাটকীয়তার পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনি প্রতীকের তালিকায় স্থান পেয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সর্বশেষ তালিকায় ১০২ নম্বর প্রতীক হিসেবে এটি অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কমিশনের বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়া সম্ভব নয়। এ কারণে কমিশন নিজেদের বিবেচনায় অন্য একটি প্রতীক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করার কথা জানায়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪