সিলেটের বিশ্বনাথে মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্বনাথ পৌরশহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৭ম শ্রেণির ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ।
পরীক্ষা নিয়ন্ত্রক ও ফাউন্ডেশনের সদস্য সচিব আহমদ আলী হিরন জানান, ‘অন্যান্য বারের মত এবারও পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাদের সাথে কেন্দ্র এলাকায় শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের এই উদ্যোগকে বৃহৎ আকারে নিয়ে যেতে পারবো।’






