বিশ্বনাথে ফ্রী চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ফ্রী চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
বিশ্বনাথে ফ্রী চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
বিশ্বনাথে ফ্রী চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
বিশ্বনাথে ফ্রী চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উন্নয়ন ফোরামের উদ্যোগে ও ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিশ্বনাথ পৌরশহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফ্রী মেডিকেল ক্যাম্পে উপজেলার ৮ ইউনিয়নের দুই সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইবনে সিনা হাসপাতালের পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। বক্তব্যে তিনি বলেন, ‘সমাজে বহু মানুষ আছেন, যারা টাকার অভাবে শহরে গিয়ে ভালো চিকিৎসা সেবা নিতে পারেন না। মূলতঃ তাদের কথা চিন্তা করেই আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় যায় আর আমি নির্বাচিত হই, তবে চেষ্টা করবো, যাতে এই অঞ্চলের গরীব মানুষেরা তৃণমূল পর্যায়ে সহজেই কাঙ্খিত চিকিৎসা সেবা পান-সেই ব্যবস্থাই করার।’

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহানের সঞ্চালনায় উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচএম আক্তার ফারুক, ইবনে সিনা হাসপাতালের রিকাবী বাজারের ইন চার্জ মামুন সরকার ও ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪