Search
Close this search box.

ছাত্র আন্দোলন দমনে পুলিশের সাজে হিন্দি’ভাষীরা গুলি চা’লিয়েছে- তাজুল ইসলাম

ছাত্র আন্দোলন দমনে পুলিশের সাজে হিন্দি'ভাষীরা গুলি চা'লিয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
Facebook
Twitter
WhatsApp

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের ঘটনায় পুলিশের পোশাকে ভিন্ন দেশের ব্যক্তিদের উপস্থিতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন ‘জুলাই-আগস্টে আন্দোলনের সময় পুলিশের পোশাক পরিহিত কিছু ব্যক্তি যারা হিন্দি ভাষায় কথা বলেছেন ছাত্রদের ওপর গুলি চালিয়েছেন। এছাড়াও তাদের আচরণে ছিল অতিরিক্ত নিষ্ঠুরতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার কাছে এ তথ্য এসেছে।’

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীনদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম জানান বাংলাদেশের ভেতরে ভিন্ন দেশের কোনো নাগরিক মানবতাবিরোধী অপরাধ করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় তাদের বিচার করা সম্ভব।

পরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আরও বলেন ‘আন্দোলনে পুলিশের নিষ্ঠুরতার বিষয়টি আহতরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার সামনে তুলে ধরেছেন। রাজধানীতে সংঘটিত এসব গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন হবে।’

তিনি সতর্ক করে বলেন ‘যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতাবিরোধী অপরাধে যুক্ত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তে কিছু প্রমাণ পাওয়া গেছে এবং আরও তদন্ত চলবে।’

আরও পড়ুন :: যাই হোক না কেন, দেশ সংস্কারে ড. ইউনূসের পাশে থাকবেন সেনাপ্রধান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আরও জানান ‘আন্দোলন দমনের সময় বেশ কিছু ছাত্র-জনতা বিশেষ করে যাত্রাবাড়ী গাজীপুর এবং মাওনা এলাকায় আহতদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তাদের অভিযোগ অনুযায়ী যারা গুলি চালিয়েছে তারা বাংলা নয় বরং হিন্দি ভাষায় কথা বলেছেন। তাদের আচরণ ছিল চরম নিষ্ঠুর। এই অভিযোগগুলো পর্যালোচনা করা হবে এবং অপরাধ সংঘটিত হলে অভিযুক্ত যে দেশেই থাকুক না কেন তাদের বিচার করা হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত