বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিলাতে অবস্থানরত বালাগঞ্জের গহরপুর এলাকাবাসীর প্রাচীনতম বৃহত্তর সামাজিক সংগঠন গহরপুর এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার লন্ডনের মক্কা গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সম্মেলনে অসহায়, দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠনটির নবগঠিত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি ইকরাম আহমেদ ইলিয়াস এবং সহ-সভাপতি এমরান আলী, হাবিবুর রহমান রুকন, শামসুল হক, আবুল মিয়া ও রুহেল মিয়া। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুহেল আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খলিলুর রহমান ও মোহাম্মদ শাজাহান। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, ফাহিম আহমেদ ও মো. মজলু মিয়া।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন লিটন আহমেদ রফু, ইসলাম উদ্দিন ও মাসুকুর রহমান জাহিদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুর রহমান তুহেল ও আবুল খায়ের মিসবাহ। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ফয়জুর রহমান ফয়েজ এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মামুনুর রশীদ। আন্তর্জাতিক গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হয়েছেন ফয়জুর রহমান (ফ্রান্স) এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সম্পাদক হয়েছেন আজিজুর রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আবুল মিয়া, আব্দুল ওয়ালি শেজন, সালেহ আহমদ, আহবাবুর রহমান (মিরন), সুরুক আহমদ চৌধুরী, আতিকুর রহমান, কবির আহমদ, শাহাব উদ্দিন লালা, আবুদুর রাকিব, মোহাম্মদ শাজাহান, আশিকুর রহমান, আবু সাঈদ, আবুল হুসেন রুশন, জয়নাল আহমদ, আব্দুল্লাহ রহমান, মো. আলী হায়দুর সুমন, নশিওরপুর জাহাঙ্গীর হোসেন, এনাম আহমেদ, জিল্লুর রহমান, সুজন আহমেদ, সালমান বিল্লাহ, ফয়জুর রহমান বাবুল, মো. সুহেল আহমেদ ও আব্দুল শহিদ নমির।
এছাড়া উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন শাহনূর চৌধুরী, আলী আহমেদ নেছাওর, আব্দুল মতিন, ফিরুজ মিয়া ইলিয়াস, আজির উদ্দিন আবদাল, আব্দুন নূর, ফারুক মিয়া (আমির আলী), কলিম উল্লাহ বকুল এবং জুবায়ের আহমেদ।
এদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নেতৃত্বকে অভিনন্দন জানানো হয়েছে এবং সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।









