নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন ‘বিশ্বের যে যেই প্রান্তে আছি না কেন সে জায়গা থেকে একসাথে সংঘবদ্ধভাবে যাতে আমরা ধানের শীষকে বিজয়ী করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। এটি আপনাদের কাছে আমার বিশেষ দাবি। কারণ সংগঠিত হলে কোন অপশক্তি ষড়যন্ত্রকারী সফল হতে পারে না।’
৩০ শে নভেম্বর রাতে কানাডার টরোন্টোর বাংলা টাউন খ্যাত ডেনফোর্থস্থ একটি রেস্টুরেন্টে কানাডায় বসবাসরত বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা বিএনপির সমর্থকবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুনা আরও বলেন ‘আমাদের অনেকের হয়তো ব্যক্তিগত সুখ-দুঃখ থাকতে পারে। আর এটা থাকাটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। আর এই সদস্য হিসেবে যখন আমরা বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে পরবো তখন সেই বিজয়ের অংশীদার আমরা সকলেই হবো। সুতরাং সকল অভিমান ভেদাভেদ ভূলে গিয়ে নিজ নিজ অবস্থান থেকে সবাই কাজ করবেন এটা আমার প্রত্যাশা।
আপনারা আমার জন্য দোয়া করবেন, এম ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যাতে সুস্হ হয়ে আমাদের বিজয় দেখে যেতে পারেন এবং দেশ নায়ক তারেক রহমান যেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে ফিরে আসতে পারেন তার জন্য সবাই দোয়া করবেন।’
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খানের সভপতিত্বে ও বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক হাসমত আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহিন মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, রুশন আলী ও বিএনপি নেতা আরমান আলী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাজ উদ্দিন এবং সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মেম্বার।
অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা বিএনপি নেতা আতিক মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সাংস্কৃতিক সম্পদক রাজন মিয়া, বিএনপি নেতা আব্দুল মতিন, হেলাল মিয়া, বাবর মিয়া, মঞ্জুর আহমদ, দৈনিক আমার বিশ্বনাথ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মজলু মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ময়নুল হক, ওসমানীনগর উপজেলা যুবদল নেতা কাউছার আহমদ চুনু, যুবদল নেতা শাকিল আহমদ, এমদাদুর রহমান, জাকির আহমদ, সামছুল ইসলাম, ফরিদ মিয়া, বাবুল মিয়া, নাছির উদ্দিন, মাহবুবুর রহমান রাশেদ, সুজন মিয়া, সিবু দাস, জয়নাল আহমদ, সঞ্জু দেব, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুর রহমান জুনেদ, ছাত্রদল নেতা আমিনুল হক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।








