যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও বিশ্বনাথের কৃতিসন্তান ড. মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্রের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের কৃতী শিক্ষার্থী সাইমুর মুজিব রহমানের এ বিয়ে সম্পন্ন হয় গত ৩১ আগস্ট লন্ডন সিটির ইডেন গার্ডেন ব্যানকুয়েটিং সেন্টারে।
গত ৩১ আগস্ট রোববার লন্ডন সিটির ইডেন গার্ডেন ব্যানকুয়েটিং সেন্টারে এ বিয়ের অনুষ্ঠান হয়। কনে আছিয়া বিনতে রমজান যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে গ্রাজুয়েট।
অনুষ্ঠানে বরের বাবা ড. মুজিবুর রহমান, মা সাবিনা ইয়াসমিন বক্ত, কনের বাবা মুহাম্মদ মেহেদী রমজান ও মা নাসরিন মেহেদী রমজান উপস্থিত ছিলেন। এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সাবেক ডেপুটি মেয়র ওহিদুর রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি আসকির আলী, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, শাহগির বখত ফারুক, নুরুল ইসলাম মাহবুবসহ বিএনপি নেতৃবৃন্দ, যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, বিশিষ্টজন এবং অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও গ্রাজুয়েট উপস্থিত ছিলেন।
এ সময় অক্সফোর্ড ও ক্যামব্রিজের শিক্ষার্থীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরিচিত হন এবং তিনি তাঁদের খোঁজখবর নেন।
আরোও পড়ুন:: সিলেটীসহ ১৫জন বাংলাদেশীকে দেশে পাঠাল বৃটেন।