সিলেট-সুনামগঞ্জ সড়কের সিলেটের গোবিন্দগঞ্জ এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন—সুহেল (৩৮), আরিফ (২৫) ও তানজিম (২৭)। তবে প্রাথমিকভাবে তাঁদের ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস গোবিন্দগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেট থেকে সুনামগঞ্জগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা তিন যাত্রী মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষ দাস বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।’







