ইতালি শ্রমিকসংকট মোকাবিলায় বৈধ অভিবাসন বৃদ্ধি করতে যাচ্ছে। আগামী ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন কর্মভিসা দেওয়া হবে।
ইতালির মন্ত্রিসভা সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে জানায় যে, আগামী বছরে ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা দেওয়া হবে এবং পরবর্তীতে ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে বৈধপথে কর্মভিসার মাধ্যমে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
প্রায় তিন বছর আগে ক্ষমতা গ্রহণকারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে তাঁর সরকার ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি পারমিট ইস্যু করার ঘোষণা দিয়েছে।
এছাড়া, মেলোনি সরকার অবৈধ অভিবাসন মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে। ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করা এবং পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতালির শ্রমিক এবং শিল্প খাতের চাহিদা এবং গত কয়েক বছরে জমা হওয়া কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে ভিসা কোটা নির্ধারণ করা হয়েছে, যা ব্যবসার প্রয়োজন পূরণের পাশাপাশি কার্যক্রমকে বাস্তবসম্মত রাখবে।
ইতালির কৃষি সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে সমর্থন জানিয়ে বলেছে, এটি শ্রমিকের সহজলভ্যতা এবং দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে সহায়ক হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি স্থানীয় একটি দৈনিক পত্রিকাকে জানিয়েছেন, এই পদক্ষেপগুলো দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে।
এছাড়া, ২০৫০ সালের মধ্যে অন্তত ১ কোটি অভিবাসী গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে একটি গবেষণায় বলা হয়েছে, চলমান জনসংখ্যার হ্রাস ঠেকাতে ইতালিকে আরো পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন:: যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি, বাংলাদেশি ২ কাউন্সিলরের কারাদণ্ড ও জরিমানা।