সিলেটে করোনাভাইরাসে নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। শহিদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন।
সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান শনিবার (২৮ জুন) এ তথ্য জানান। তিনি আরও বলেন, শুক্রবার রিপোর্ট পেতে দেরী হওয়ায় শনিবার মৃত্যুর এ খবর জানানো হয়েছে। ওই ব্যক্তি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হলেও কেউ পজিটিভ শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে ২০ জন করোনা পজিটিভ রোগী রয়েছেন। তাদের মধ্যে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালগুলোতে তাদের মধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়া হাসপাতালে ১, আলহারামাইনে ১ এবং ইবনেসিনা হাসপাতালে ২ জন চিকিৎসাধীন। বাকি ১২ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ৃুন:: সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিশ্বনাথের গোলাম মোস্তফাকে সংবর্ধনা