সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিশ্বনাথের গোলাম মোস্তফাকে সংবর্ধনা

Ayas-ali-Advertise
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিশ্বনাথের গোলাম মোস্তফাকে সংবর্ধনা
বৈদেশিক ডাক বিভাগের সিলেটের বিদায়ী সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফার অবসর গ্রহণ উপলক্ষে ক্রেষ্ট প্রদান করছেন বাংলাদেশ ডাক বিভাগের সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী।
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিশ্বনাথের গোলাম মোস্তফাকে সংবর্ধনা
বৈদেশিক ডাক বিভাগের সিলেটের বিদায়ী সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফার অবসর গ্রহণ উপলক্ষে ক্রেষ্ট প্রদান করছেন বাংলাদেশ ডাক বিভাগের সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী।
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথের কৃতি সন্তান ও সিলেটের বৈদেশিক ডাক বিভাগের সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে সিলেটের প্রধান ডাকঘরের সম্মেলন কক্ষে বৈদেশিক ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী।

বৈদেশিক ডাক সিলেটের সহকারী পোস্টমাস্টার জেনারেল স্বপন কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য দেন মৌলভীবাজার জেলার প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার তন্ময় দে চৌধুরী, সিলেট জেলা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার মধুসূদন বনিক।

লিপ্টন চন্দ্র রায় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিপুল চন্দ্র মালাকার। বক্তৃতা করেন সুনামগঞ্জ জেলা প্রধান ডাকঘরের সাবেক পোস্টমাস্টার জেনারেল আব্দুল মালেক, শ্রীমঙ্গল ডাকঘরের পোস্টমাস্টার আব্দুল মতিন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ডাকঘরের সাবেক পোস্টমাস্টার আব্দুল বারী, আবু তাহের, মকবুল হোসেন, মনোয়ার হোসেন, সাবেরা খাতুন, মুজিবুর রহমান খান পাঠান, জয়েনাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সন্মানিত অতিথিকে সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪