সিলেটের বিশ্বনাথে, বিশ্বনাথ স্পোটিং ট্রাস্ট ইউকের উদ্যোগে ২০২৫ সালের অংশ হিসেবে গত সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় বিশ্বনাথ উপজেলার চারটি অসমাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে খেলা সামগ্রী বিতরণ করা হয়।
যে সকল প্রতিষ্ঠানে সামগ্রীসমূহ বিতরণ করা হয় তা হলো, দৌলতপুর ইউনিয়নের সিংঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়, দশপাইকা আনরপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়।

বিশ্বনাথ স্পোটিং ট্রাস্ট ইউকের সভাপতি আলহাজ্ব গৌছ খানের নেতৃত্বে এ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ট্রাস্ট পরিচালনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাস্টের সভাপতি আলহাজ্ব গৌছ খান জানান, গত বছর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং এবার তারা চারটি অসমাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে খেলা সামগ্রী বিতরণ করেছেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
