সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, রোববার (২২জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের বিরুদ্ধে মামলা দাখিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মামলাটি দাখিল করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ এবং তৎকালীন নির্বাচন সচিবসহ অন্যান্য নির্বাচন কমিশন কর্মকর্তারা।
এছাড়া, মামলায় আরও আছেন ২০১৮ সালের নির্বাচনের তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী।
মামলায় একই সময়ে দায়িত্বে থাকা তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের সাবেক প্রধান (অজ্ঞাত), জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান (অজ্ঞাত) এবং পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল আলমের নাম উল্লেখ রয়েছে।
এছাড়া, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব, আলমগীর হোসেন, আনিছুর রহমানসহ তৎকালীন নির্বাচন সচিবেরও নাম রয়েছে।
আরও পড়ুন:: জাপানে যাবে এক লাখ কর্মী, প্রশিক্ষণ দেবে জাপানিরাই