সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মর্মান্তিক ট্র্যাজেডির সাক্ষী হলো দক্ষিণ সুরমা। প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন দক্ষিণ সুরমার সিলাম আকিলপুর গ্রামের ঝর্ণা বেগম (৩৫) এবং তার ১০ বছর বয়সী ছেলে সিয়াম আহমদ।
বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঝর্ণা বেগম তার স্বামী জুনেদ আহমদ ও তিন সন্তানসহ প্রাইভেটকারে করে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীরামপুর এলাকায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা বেগম। আহত অবস্থায় স্বামী জুনেদ, ছেলে সিয়ামসহ বাকি দুই সন্তানকে উদ্ধার করে স্থানীয়রা ও মোগলাবাজার থানার পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু সিয়াম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার এসআই আলিফ আহমদ।
বর্তমানে জুনেদ আহমদ এবং তার অপর দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে জুনেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
এদিকে, ঝর্ণা ও সিয়ামের মৃত্যুতে শোকাহত তাদের পরিবার ও পুরো সিলাম আকিলপুর এলাকা। পরিবারের সদস্য ও গ্রামবাসীরা জানাজা ও দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
আরও পড়ুন:: বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির ঈদ পুুনর্মিলনী