প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ জুন বিকেলে) উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আশরাফুজ্জামান পিপিএম বলেন, ‘মিডিয়া কাপ’ বিশ্বনাথের ৩টি সাংবাদিক সংগঠনকে একত্রিত করেছে এবং এর মূল পৃষ্ঠপোষক প্রবাসী কমিউনিটি। বিশ্বনাথের সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাবাসীর উন্নয়নে একযোগে কাজ করে আসছেন।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও মিডিয়া কাপের সমন্বয়ক নবীন সুহেল’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়া কাপের পৃষ্ঠপোষক পরিষদের সদস্য প্রবাসী তোফাজ্জল আলম তোফায়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’ এর সমন্বয়ক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’ প্রতিযোগিতায় ইভেন্টগুলো হলো- দাবা, গাফলা, ছক্কা লুডু, ক্যারাম (একক), ক্যারাম (দ্বৈত), ব্যাডমিন্টন (দ্বৈত), ফুটবল ও ক্রিকেট। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকরা হলেন- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, ট্রাস্টি সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরীব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র নেতৃবৃন্দ।
আরও পড়ুন:: বিশ্বনাথে বিদ্যুৎ সমস্যা সমাধানে জরুরী সভা