সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎ সরবরাহে সৃষ্ট জটিলতা নিরসনে প্রথমবারের মতো জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, সিলেট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম, এজিএম, ইঞ্জিনিয়ার ও লাইনম্যান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম’কে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহের সমস্যা সমাধান করার আহবান জানান। ডিজিএম সকলকে আশ্বস্ত করেন যে, সমস্যা দ্রুত সমাধান করা হবে।
সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি আশিক আলী, এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, এজিএম জিয়াউর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন।
আরও পড়ুন:: বিশ্বনাথে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উপহার দিলেন প্রবাসী স্বপন শিকদার।