দেশের বাজারে প্রিমিয়াম গেমিং সিরিজ আরওজি স্ট্রিক্স স্কার ১৮ মডেলের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে আসুস। ল্যাপটপটি ইন্টেল কোর আলট্রা প্রসেসর এবং এনভিডিয়ার সর্বাধুনিক জিফোর্স আরটিএক্স ৫০৮০ ও ৫০৯০ জিপিইউ দ্বারা সজ্জিত, যা একসাথে একাধিক কাজ দ্রুতভাবে সম্পন্ন করার পাশাপাশি উচ্চমানের গেমিং অভিজ্ঞতা প্রদান করে। শুধু গেমিং নয়, ল্যাপটপটি পেশাগত কাজ এবং ভালো মানের কনটেন্ট তৈরি করতেও কার্যকরী।
একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আসুস বাংলাদেশ। এতে বলা হয়েছে, এই ল্যাপটপে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ সুবিধাযুক্ত মিনি এলইডি প্রযুক্তির পর্দা, যা ১২০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদর্শন করতে সক্ষম। এর ফলে উচ্চ রেজল্যুশনের ছবি এবং ভিডিও স্পষ্টভাবে দেখা যায়।
উন্নত কুলিং সিস্টেমের কারণে দীর্ঘ সময় ব্যবহার করার পরেও ল্যাপটপটি গরম হয় না। ৬৪ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ সম্বলিত এই ল্যাপটপে ডুয়েল থান্ডারবোল্ট ৫, এইচডিএমআই ২.১, ২.৫জি ইথারনেট, ইউএসবি-এ ও ৩.৫ মিমি অডিও পোর্ট রয়েছে, যা মাল্টিমনিটর সেটআপ এবং লাইভ স্ট্রিমিংয়ের জন্য উপযুক্ত।
আরটিএক্স ৫০৮০ এবং ৫০৯০ জিপিইউ সংস্করণে পাওয়া যাবে আসুসের এই নতুন ল্যাপটপটি। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা এবং ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা।
আরোও পড়ুন:: একজনের নামে থাকবে কয়টি সিম , জানিয়েছে বিটিআরসির