হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই ট্যাব, মিলবে চ্যাটজিপিটির মতো সুবিধা

Ayas-ali-Advertise
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই ট্যাব, মিলবে চ্যাটজিপিটির মতো সুবিধা
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই ট্যাব, মিলবে চ্যাটজিপিটির মতো সুবিধা
Facebook
Twitter
WhatsApp

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নতুন একটি ডেডিকেটেড এআই (Artificial Intelligence) ট্যাব যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নতুন এআই চ্যাটবট তৈরি করতে পারবেন। এতে হোয়াটসঅ্যাপের অভিজ্ঞতা আরও মজার ও ইন্টারঅ্যাকটিভ হবে।

মেটা চলমানভাবে হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (মেটা এআই) আরও উন্নত করার চেষ্টা করছে। ব্যবহারকারীরা যেসব কনটেন্ট শেয়ার করেন, সেগুলোর সঙ্গে কিভাবে মেটা এআই ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেটিও এই ফিচারে অন্তর্ভুক্ত থাকবে।

চ্যাটজিপিটির মতো লাইভ স্ক্রিন ফিচার এবার হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে। তবে এখানে সুবিধাটি পাওয়া যাবে বিনা মূল্যে। মেটা জানায়, আনুষ্ঠানিকভাবে চালু হলে এআই ফিচারটি আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।

ছবি বা ডকুমেন্ট ফরওয়ার্ড করে সরাসরি মেটা এআইয়ের সঙ্গে একটি প্রম্পট শেয়ার করা যাবে। ব্যবহারকারী জানতে পারবেন—ছবিটি আসল কি না, ছবিতে কী আছে কিংবা এর প্রেক্ষাপট কী হতে পারে।

প্রযুক্তি–বিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো জানায়, মেটা তাদের এআই ব্যবস্থাকে আরও বেশি মানুষের নাগালে পৌঁছাতে হোয়াটসঅ্যাপকে বেছে নিয়েছে। একটি স্ক্রিনশটসহ টিপস্টারদের তথ্য বলছে, এখন ব্যবহারকারীরা প্রশ্ন করতে কিংবা সহায়তা পেতে মেসেজ ও ছবি মেটা এআইতে পাঠাতে পারবেন।

তবে ব্যবহারকারীর সম্মতি ছাড়া মেটা বার্তা পড়তে পারবে না। শর্তাবলীতে উল্লেখ রয়েছে—ব্যবহারকারীর প্রেরিত বার্তাগুলো সিস্টেম উন্নয়নের উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। আপাতত সীমিত পরিসরে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। মেটা জানিয়েছে, কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে আরও কিছু আপডেট আসবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪