একজনের নামে থাকবে কয়টি সিম , জানিয়েছে বিটিআরসির

Ayas-ali-Advertise
একজনের নামে থাকবে কয়টি সিম , জানিয়েছে বিটিআরসির
প্রতীকি ছবি।
একজনের নামে থাকবে কয়টি সিম , জানিয়েছে বিটিআরসির
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ কয়টি সিম রাখতে পারবেন, সে বিষয়ে নতুন সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২৪ মে) বিটিআরসির একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, নিরাপত্তা বিবেচনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার লক্ষ্যে সিম নিবন্ধনের বর্তমান সীমা ১৫ থেকে কমিয়ে ১০-এ আনা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনায় নেওয়া হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, নতুন এ সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ সিম নিষ্ক্রিয় করতে হবে।

একজন কর্মকর্তার ভাষায়, এতদিন একজন গ্রাহক একক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১৫টি সিম রাখতে পারতেন। এখন থেকে তার সর্বোচ্চ ১০টি সিম রাখার অনুমতি থাকবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবর থেকে একজন এনআইডিতে ১৫টি সিমের সীমা চালু ছিল। পরবর্তীতে ২০২২ সালে কমিশন নির্দেশ দেয়, ১৫টির বেশি সিম থাকলে গ্রাহকদের অতিরিক্ত সিম ডিরেজিস্টার করতে হবে। এরপর লটারির মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বাতিল করে বিটিআরসি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪