বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে প্রথমবার দেশে খেলার সুযোগ নিয়ে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী।
সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে লন্ডন থেকে ঢাকা আসেন তিনি, যাত্রীবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে বাফুফের তিন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানান, সাথে ছিলেন হামজার বাবা-মা।
হামজা আগে থেকেই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন; গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার। এবার ঘরের মাঠে লাল-সবুজ জার্সি গায়ে প্রথমবার খেলার অপেক্ষায় আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা।
তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে অংশ নেবেন, তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা দু’দিন আগে জানান, ভুটানের বিরুদ্ধে ম্যাচে তাকে খেলিয়ে দেশের মাঠে অভিজ্ঞতা অর্জন করাতে চান।
১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। এর আগে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল।
সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিতে হামজার সঙ্গে দুই প্রবাসী ফুটবলার—ফাহামিদুল ইসলাম ও শামিত সোমও যোগ দিয়েছেন। ফাহামিদুল আগেই দেশে এসেছেন, শামিত সোম আগামী মঙ্গলবার দেশে পৌঁছাবেন।
আরও পড়ুন:: বিসিবি সভাপতির পদ থেকে ফারুকের অপসারণ, প্রজ্ঞাপন জারি।