বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলমান টানাপোড়েনের মাঝে একটি নতুন বড় সিদ্ধান্তের পর ক্রীড়াঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। আজ (২৯ মে) সরকারি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনকে প্রেক্ষাপট হিসেবে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল (২৮ মে) বিসিবির ৯ পরিচালক থেকে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে। তার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন।
তবে আজ ফারুক পদত্যাগ করতে অস্বীকার করেছেন। বিপিএল সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠার পর গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
এ সিদ্ধান্তের পর বিসিবিতে একটি পরিচালক পদ শূন্য হয়েছে এবং বর্তমানে সভাপতি পদও খালি, যা আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য হতে পারে। এর ফলে বাংলাদেশ ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞার সম্ভাবনা তৈরি হতে পারে।
আরও পড়ুন:: নবদিগন্ত স্পোর্টস ক্লাবের ২০২৫/২৬ সালের নতুন কমিটি গঠন