খালাস পেলেন তারেক রহমান ও ডা. জুবাইদা

Ayas-ali-Advertise
খালাস পেলেন তারেক রহমান ও ডা. জুবাইদা
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান । ছবি সংগৃহীত।
খালাস পেলেন তারেক রহমান ও ডা. জুবাইদা
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান । ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই রায় দেন। আদালত বলেছে, রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

আদালতে আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস. এম. শাহজাহান, অ্যাডভোকেট কায়সার কামাল এবং জাকির হোসেন ভূঁইয়া। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।

এর আগে গত ২৬ মে শুনানি শেষে ২৮ মে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আদালত।

আইনজীবী এস. এম. শাহজাহান বলেন, “যে সম্পত্তিগুলোকে মামলায় জ্ঞাত আয়বহির্ভূত বলা হয়েছে, সেগুলোর সবই আইনি এবং যথাযথভাবে অর্জিত। এর একটিও বিদেশে নয়, বরং দেশের মধ্যেই অবস্থিত। এমনকি সেনানিবাসে অবস্থিত বাড়িটিও রাষ্ট্রীয়ভাবে বরাদ্দপ্রাপ্ত।”

তিনি আরও বলেন, “একই মামলায় জুবাইদা রহমানের খালাস হলে, যেহেতু অভিযোগ ছিল একই প্রকৃতির এবং তারেক রহমানের কোনো আপিল বিচারাধীন ছিল না, সেক্ষেত্রে স্বতঃসিদ্ধভাবে তারেক রহমানের ক্ষেত্রেও সেই খালাস প্রযোজ্য হবে। আদালত সেটাই মেনে নিয়েছেন।”

ডা. জুবাইদা রহমান গত ১৪ মে হাইকোর্টে আপিল করলে আদালত তা গ্রহণ করে এবং তার তিন বছরের কারাদণ্ড ও জরিমানা স্থগিত রেখে জামিন মঞ্জুর করে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, তাঁরা সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন।

বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত তারেক রহমানকে দুটি ধারায় মোট ৯ বছর এবং ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তারেক রহমানকে ৩ কোটি টাকা এবং জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪