বাড়ানো হলো এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বহাল থাকছে কর্মচারীদের ভাতা

Ayas-ali-Advertise
বাড়ানো হলো এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা
প্রতীকী ছবি।
বাড়ানো হলো এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা
প্রতীকী ছবি।
Facebook
Twitter
WhatsApp

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে। তবে এই সুবিধা আপাতত শিক্ষকরা পেলেও কর্মচারীদের জন্য কোনো পরিবর্তন আসেনি—তাঁদের ভাতা পূর্বের হারেই থাকবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে জারি করা এক সম্মতিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, চারটি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

শর্তগুলো হলো:

  • ১. উৎসব ভাতা প্রদানের সময় সকল সরকারি আর্থিক বিধিনিষেধ মেনে চলতে হবে।
  • ২. ভবিষ্যতে কোনো অনিয়ম হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট বিল অনুমোদনকারী কর্তৃপক্ষকে।
  • ৩. প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে ভাতাটি কার্যকর হবে।
  • ৪. আদেশ জারির পর জিও (সরকারি আদেশ) করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে অনুমোদনের জন্য।

অপরদিকে, এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতার হার ৫০ শতাংশে অপরিবর্তিত থাকছে। এ বিষয়ে সম্মতিপত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তাদের ভাতা পূর্বের নিয়মেই প্রদান করা হবে।

এর আগে, ২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষকদের ভাতা বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়। পাশাপাশি, ১৩ মে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকেও একই ধরনের প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪