শিক্ষকদের নিয়ে যেসব কঠোর সিদ্ধান্তে যাচ্ছে মন্ত্রণালয়

Ayas-ali-Advertise
শিক্ষকদের নিয়ে যেসব কঠোর সিদ্ধান্তে যাচ্ছে মন্ত্রণালয়
শিক্ষকদের নিয়ে যেসব কঠোর সিদ্ধান্তে যাচ্ছে মন্ত্রণালয়।
শিক্ষকদের নিয়ে যেসব কঠোর সিদ্ধান্তে যাচ্ছে মন্ত্রণালয়
শিক্ষকদের নিয়ে যেসব কঠোর সিদ্ধান্তে যাচ্ছে মন্ত্রণালয়।
Facebook
Twitter
WhatsApp

শিক্ষকদের পক্ষ থেকে অনুমতি ছাড়াই আবেদন জমা দেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভবিষ্যতে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরাসরি শিক্ষা সচিব বরাবর কোনো আবেদন করলে সংশ্লিষ্টদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বুধবার (২১ মে) সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এমপিও অনুমোদন বা অন্যান্য ব্যক্তিগত বিষয় সংক্রান্ত বিভিন্ন আবেদন সরাসরি মন্ত্রণালয়ে জমা দেওয়ার ফলে দাপ্তরিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ প্রক্রিয়া না মেনে ব্যক্তিগতভাবে আবেদন জমা দিয়ে থাকেন, যা নিয়ম বহির্ভূত।

এ ধরনের আবেদন নিষিদ্ধ ঘোষণা করে মন্ত্রণালয় স্পষ্ট নির্দেশ দিয়েছে—সব আবেদন অবশ্যই সংশ্লিষ্ট পর্যায়ের অনুমোদনের পরেই দাখিল করতে হবে। এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এ পদক্ষেপের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় শৃঙ্খলা ফেরানো এবং প্রশাসনিক কার্যক্রমকে কার্যকর রাখা সম্ভব হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪