আমেরিকায় দুর্বৃত্তদের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত

Ayas-ali-Advertise
আমেরিকায় দুর্বৃত্তদের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত
নিহত ইফজাহ আহমদ। ছবি সংগৃহীত।
আমেরিকায় দুর্বৃত্তদের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত
নিহত ইফজাহ আহমদ। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ (২৪) নামে বাংলাদেশী এক কর্মজীবি যুবক নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) রাতে ওই রাজ্যের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গতকাল সোমবার মিশিগানের স্থানীয় নূর মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

একই ঘটনায় হ্যামট্রিক শহরের বাসিন্দা এনাম উদ্দিন দৌলার ছেলে মাসুম আহমদ ও আব্বাস উদ্দিনের ছেলে রুমন আহমদ গুরুতর আহত হয়ে ডেট্রয়েট সিটির হেনরিফোর্ড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। এর মধ্যে, মাসুম আহমদ লাইফ সাপোর্টে আছেন। আহত দু’জনের বাড়িই সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতলা ইউনিয়নের গোলাটিকর গ্রামে।

গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুল আহাদ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল (পীরবাড়ি) গ্রামের শফিক আলীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে মিশিগানের ডেট্রয়েট সিটির ম্যাগডুগাল স্ট্রিটে বসবাস করে আসছেন।

জানা গেছে, একটি গাড়ির সাথে আরেকটি গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনার নিস্পত্তির জন্য রবিবার রাতে সালিশ বসে মিশিগানের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায়। এক পর্যায়ে সেখানে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি পক্ষের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সমস্যা সমাধানে সেখানে যাওয়া আব্দুল আহাদ। একই সময়ে গাড়ি চাপা দেওয়া হয় মাসুম ও রুমানকে।

কথা হলে আব্দুল আহাদের মামা শানুর মিয়া বলেন, ‘ভাগ্নে আহাদ তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। তিন ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। ঘটনার দিন দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করতে সে ওখানে গিয়েছিল। পরে আবারো মারামারি লাগলে তার গায়ে এসে গুলি লাগে। সেখানেই সে মারা যায়।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪