দীর্ঘদিন ধরেই হত্যার হুমকির মুখে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একাধিকবার তাকে টার্গেট করার হুমকি আসায় তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে তার মুম্বাইয়ের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সাম্প্রতিক দুটি ঘটনায় ফের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, ২০ ও ২১ মে পরপর দুই দিন সালমান খানের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন দুই অজ্ঞাত ব্যক্তি। প্রথমদিন সকালে এক নারী নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে প্রবেশ করেন। তার নাম ইশা ছাবড়া (৩২)। নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে বান্দ্রা থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
পরদিন সকালে, ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং নামের এক ব্যক্তি একইভাবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করেন। তাকেও দ্রুত আটক করা হয়।
ধারাবাহিক এ ঘটনার পর, নতুন নিরাপত্তা নির্দেশনা দিয়েছে মুম্বাই পুলিশ। এখন থেকে সালমান খানের বাসভবনে প্রবেশ করতে হলে আগত অতিথিদের অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এমনকি বলিউডের সহকর্মীরাও এ নিয়মের বাইরে থাকবেন না।
পুলিশ জানায়, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সালমান খানের পরিবারের সদস্যদের পূর্বানুমতি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে একই গ্যাংয়ের দুই সদস্য গ্যালাক্সির সামনে গুলি ছোড়ে। সেই ঘটনার পর থেকেই সালমান খানের নিরাপত্তা আরও কড়াকড়িভাবে পরিচালিত হচ্ছে। বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ গ্লাস। বর্তমানে তার চলাচলও সীমাবদ্ধ হয়ে পড়েছে বাসা ও শুটিং স্পটের মধ্যেই।
পরপর এমন অনুপ্রবেশের ঘটনায় প্রশ্ন উঠেছে, সুরক্ষা বলয় থাকা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা ভেদ করে আগন্তুকরা প্রবেশ করতে পারছে? বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:: অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার