অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার, নেওয়া হলো ডিবি কার্যালয়ে

Ayas-ali-Advertise
অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার, নেওয়া হলো ডিবি কার্যালয়ে
অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার, নেওয়া হলো ডিবি কার্যালয়ে
অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার, নেওয়া হলো ডিবি কার্যালয়ে
অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার, নেওয়া হলো ডিবি কার্যালয়ে
Facebook
Twitter
WhatsApp

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে।

শুক্রবার (১৮ মে) বিকেল পৌনে ৫টার দিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে পৌঁছান তিনি।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. রবিউল হোসেন ভূঁইয়া জানান, “তাকে হেফাজতে নেওয়ার পর জানা যাবে তিনি কেন দেশ ছাড়তে চেয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।”

এর আগে দুপুরে ব্যাংককগামী ফ্লাইট ধরতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন নুসরাত। পরে জানা যায়, তার বিরুদ্ধে থাকা একটি মামলার ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারায় সংঘটিত এক সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়। অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন এক ব্যক্তি।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পাওয়া এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে ছিলেন আরিফিন শুভ এবং ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা।

এদিকে গণ-আন্দোলনের মুখে গত বছর দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতাও দেশ ছাড়েন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪