জুবাইদা রহমানের সাজা স্থগিত, আপিল শুনানি বৃহস্পতিবার

Ayas-ali-Advertise
জুবাইদা রহমানের সাজা স্থগিত, আপিল শুনানি বৃহস্পতিবার
জুবাইদা রহমানের সাজা স্থগিত, আপিল শুনানি বৃহস্পতিবার
জুবাইদা রহমানের সাজা স্থগিত, আপিল শুনানি বৃহস্পতিবার
জুবাইদা রহমানের সাজা স্থগিত, আপিল শুনানি বৃহস্পতিবার
Facebook
Twitter
WhatsApp

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

এর আগে ১৪ মে হাইকোর্ট তার দণ্ড স্থগিত করে জামিন মঞ্জুর করে। একইসঙ্গে দায়ের করা আপিল গ্রহণ করে আদালত, যা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বহাল থাকবে বলে জানানো হয়।

মামলার বিচারিক আদালতের নথিপত্র হাইকোর্ট তলব করেছে।

এই মামলায় আপিল করতে বিলম্ব হওয়ায়, ৫৮৭ দিনের সময় পার হওয়ার কারণ ব্যাখ্যা করে জুবাইদা রহমান আদালতে আবেদন করেন। গতকাল (২০ মে) হাইকোর্ট আবেদনটি মঞ্জুর করে আপিল দায়েরের অনুমতি দেয়। এরপরই জামিন আবেদনসহ খালাস চেয়ে তিনি আপিল করেন।

জুবাইদা রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান।

শুনানি শেষে আইনজীবী কায়সার কামাল জানান, আদালত আপিল গ্রহণ করেছে এবং সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

মামলার পটভূমিতে জানা যায়, ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান তারেক রহমানকে নয় বছর এবং জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

তবে পরে ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক বছরের জন্য জুবাইদা রহমানের দণ্ড স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ও আবেদন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান জুবাইদা রহমান এবং দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করেন। সম্প্রতি ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তিনি।

ফিরে এসে হাইকোর্টে আপিল করতে বিলম্বজনিত আবেদন করেন, যা বুধবার আদালতের কার্যতালিকায় ওঠে।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় তারেক ও জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরবর্তীতে অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪