হাসপাতালে ভর্তি নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান

Ayas-ali-Advertise
হাসপাতালে ভর্তি নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান
অভিনেতা জাহিদ হাসান।
হাসপাতালে ভর্তি নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান
অভিনেতা জাহিদ হাসান।
Facebook
Twitter
WhatsApp

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চার দিন ধরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ১০ জানুয়ারি নাটকের শুটিং করতে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন। সাত দিন নেপালে অবস্থান করার পর ১৭ জানুয়ারি দেশে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা সংকটজনক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অ্যাজমার সমস্যা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সি ব্লকের একটি কেবিনে রয়েছেন। চিকিৎসকরা জানান, ঠান্ডা, প্রেসার এবং ডায়াবেটিসের কারণে তার শারীরিক অবস্থা অবনতির দিকে চলে গিয়েছিল, তবে এখন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল।

হাসপাতালে তার পাশে রয়েছেন স্ত্রী, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং দুই সন্তান।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখনো অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সক্রিয়। ঈদুল আজহায় মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা উৎসব দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪