বিশ্বনাথে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ফুটবল) সিজন-৪ এর জমকালো উদ্বোধন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ফুটবল) সিজন-৪ এর জমকালো উদ্বোধন
বিশ্বনাথে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ফুটবল) সিজন-৪ এর জমকালো উদ্বোধন।
বিশ্বনাথে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ফুটবল) সিজন-৪ এর জমকালো উদ্বোধন
বিশ্বনাথে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ফুটবল) সিজন-৪ এর জমকালো উদ্বোধন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ফুটবল) সিজন-৪। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় স্থানীয় মিয়ার বাজার সংলগ্ন মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

উদ্বোধনী খেলায় ইয়াং বয়েজ লহরী ২-১ গোলের ব্যবধানে রেড রোজ যুব সংঘকে পরাজিত করে জয় দিয়ে তাদের যাত্রা শুরু করে। ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রায়হান।

মিয়ার বাজার ক্রীড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমাদ উদ্দিন খান বলেন,

“মিয়ার বাজার প্রিমিয়ার লীগের মাধ্যমে এলাকার ছাত্র-যুব সমাজ এবং অভিভাবকদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ আয়োজন শুধু একটি খেলা নয়, এটি সমাজ গঠনেরও একটি মাধ্যম। আমি এই মহৎ উদ্যোগের প্রশংসা করি এবং আয়োজকদের ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিয়ার বাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু।

বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা এম. আব্দুল মানিক ও শিহাব আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা হাজী সুজা উদ্দিন ধলু, হাজী আব্দুল আহাদ জুনুর, মো. শামসুল ইসলাম সমুজ, মো. বখতিয়ার আলী, মো. সুন্দর আলী এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমন্বয়ক আবু বক্কর প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪