সিলেটের ওসমানীনগর উপজেলার আলমপুর এলাকায় এক মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণীটি হত্যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা ভিডিওটি প্রকাশ করলে পরিবেশকর্মী আব্দুল করিম কিম তা শেয়ার করে বন বিভাগের নজরে আনার চেষ্টা করেন।
ভিডিওতে দেখা যায়, মেছো বাঘটি একটি ড্রেনে পড়ে গেলে আশপাশের লোকজন লাঠি ও লোহার রড হাতে তা ঘিরে ধরে। পরে বাঘটিকে বেঁধে ড্রেন থেকে তুলে পাশের একটি খালি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়। ঘটনায় শিশু, যুবক ও বৃদ্ধসহ নানা বয়সের মানুষ অংশ নেয়।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হলেও পৌঁছানোর আগেই বাঘটি মারা যায়।
ঘটনাটি নিয়ে সিলেট বন বিভাগের পক্ষ থেকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি।
আরও পড়ুন:: সিলেটে প্রেম থেকে অন্তঃসত্ত্বা, শেষমেশ কারাগারে বিয়ে।