ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সিলেটের বিশ্বনাথ পৌর শহর। শুক্রবার (১১ এপ্রিল) আসরের নামাজের পর বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
‘মার্চ ফর গাজা’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘নেতানিয়াহুর গালে জুতা মারো তালে তালে’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে’—এই ধরনের বিভিন্ন স্লোগানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান। মিছিলে অনেকেই শিশুদের প্রতীকী লাশ বহন করে ইসরাইলি হামলার বিভৎসতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।
মাদানিয়া মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া ব্রিজ এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় বিক্ষোভে যোগ দেন।
বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এম আশরাফুল হকের পরিচালায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ-সভাপতি মাওলানা ক্বারী উবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী ও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাছিত প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা।
আরও পড়ুন:: নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বনাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।